জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ 

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ 

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে একাদশ বনাম দ্বাদশ শ্রেণির মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জামালগঞ্জ হেলিপ্যাড মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ থানা শাখার সভাপতি ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন।   জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ শাখার সভাপতি শাহীন মিয়া সঞ্চালনায় ও  থানা শাখার সেক্রেটারি মোবারক হোসেন তালহার পরিচালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার প্রকাশনা সম্পাদক রাখাব আহমেদ শিশির।এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফখরুল আলম,এছাড়া তোফায়েল আহমেদ, হাসান আল মাসুম, কাজল মনি সরকার, আরিফুর ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

রোমাঞ্চকর এ খেলায় একাদশ শ্রেণির দল ২–০ গোলে দ্বাদশ শ্রেণিকে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সংক্রান্ত আরও সংবাদ