প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

সেলিম আহম্মেদ, ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশায় বিবাহ বিচ্ছেদের পর সাবেক স্বামীর চুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) খুন হওয়ার ঘটনায় মানববন্ধন হয়েছে।
নিহত শরীফা পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।
রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ধর্মপাশা ও মোহনগঞ্জ এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান।
এতে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ প্রসক্লাবের
যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক তালুকদার, নিহতের মা সাজেদা আক্তার, মোহনগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার, সহসভাপতি মোহনগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম, শিক্ষক ও ঈমাম
মাও. হাবিবুল্লাহ, পৌর বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক বিকচান মিয়া, গৃহিণী ডালিয়া ও ছাত্রী তানিয়া আক্তার প্রমুখ।
উল্লেখ, গেল ৬ অক্টোবর সকালে উপজেলা চত্বরে শরীফার সাবেক স্বামী আক্তার হোসেন ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে শরীফার মৃত্যু হয়।
পরে ৮ অক্টোবর আক্তার হোসনকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের ছোট ভাই লিমন মিয়া।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, এ ঘটনার সাথে জড়িত আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest