প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

মুহাম্মদ আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি :
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় সওজ এর কার্যালয়ে সড়ক ও জনপদ সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক মিলন, আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ মনি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর, প্রচার সম্পাদক এম. মাহফুজুর রহমান সজীব, সক্রিয় সদস্য ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, মোস্তাফিজুর রহমান, আবু হুরায়রা ফাহিম, দবির মিয়া,
সুফি আলম প্রমূখ।
মতবিনিময়কালে সড়ক ও জনপদ সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, দুর্ঘটনামুক্ত সড়ক প্রতিষ্ঠার জন্য নিসচা দীর্ঘদিন থেকে যেভাবে কাজ করে যাচ্ছে সত্যি তা প্রশংসার দাবি রাখে। ইঞ্জিনিয়ারিং, এডুকেশন ও ট্রাফিক আইন এই বিষয়কে সমন্বয় করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। সড়ক ও জনপদ বিভাগ সড়কের অবকাঠামো ঠিক রাখতে ইঞ্জিনিয়ারিং বিভাগকে আরো গুরুত্ব সহকারে প্রাধান্য দিচ্ছে। সড়কে ট্রাফিকের চাপ কমানো জন্য বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হবে। এসময় নিসচা সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা সুনামগঞ্জ জেলার বিভিন্ন জরাজীর্ণ রাস্তা অতি দ্রুত মেরামত এবং সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন ও গুরুত্বপূর্ণ বাকে সাংকেতিক চিহ্ন ব্যবহারের জোর দাবি জানান। পাশাপাশি মহাসড়কে অবৈধ স্থাপনা, গাড়ি স্ট্যান্ড সরানোর দাবি ও জানান।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আগামী ২০ অক্টোবর সকালে সুনামগঞ্জের স্কুল/কলেজে জেলা শাখার উদ্যোগে ও সওজ এবং বিআরটিএ এর সহযোগিতায় সড়ক দুর্ঘটনার উপর বিভিন্ন সচেতনতামূল লিফলেট বিতরণ করা হবে।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest