ছাতক প্রতিনিধি: ছাতকে ব্রাকের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচীর মাধ্যমে সরকারি বেসরকারি আধাসরকারী প্রতিষ্টান প্রধান দের উপস্থিতিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুসরাত আরেফিন। এসময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয় নিয়ে ও বিভিন্ন জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মুহতামিম দের সাথে আলোচনা হয়েছে। ডা.নুসরাত আরেফিন বলেছেন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের রেজিষ্ট্রেশনে সারা বাংলাদেশে আমরা এগিয়ে রয়েছি। এ অর্জন বিভিন্ন মসজিদের ইমাম কওমি মাদ্রাসা সহ নানা শিক্ষা প্রতিষ্টান ও সচেতন নাগরিক দের সহযোগিতা থাকায় সম্ভব হয়েছে। এখন সমাজের পিছিয়ে পড়া লোকজন সহ সকল শ্রেণী পেশার মানুষ টিকা গ্রহন করলেই দেশ ও দেশের মানুষ উপকৃত হবে। তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে বলেন নাগরিকরা সচেতন হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সমাজের মানুষের উপর তেমন একটা প্রভাব ফেলবেনা।সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.রনবীর তালুকদার রক্তিম, ব্রাকের সিসিএইচ অফিসার মাহমুদুর রহমান, স্বাস্থ্য কর্মি কামরুল ইসলাম, দারুলউলুম ছাতকের পরিচালক মাওলানা ফজলুর রহমান, উপজেলা পরিষদের মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন, বেতুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা এখলাছুর রহমান, আমিনুর রহমান, দিলোয়ার হোসাইন, নাজমুল হোসেন, এখলাছুর রহমান, প্রমূখ।সভায় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, কওমি মাদ্রাসার শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও নানা প্রতিষ্টান প্রধান গণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন