প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি::
ছাতকে ঝাঁকঝমক আয়োজনে ৬৭ জন কৃষক কৃষাণীদের মধ্যে ১৬টি ব্যাংকের মাধ্যমে ৬৭ লক্ষ ৬২ হাজার টাকার কৃষি ঋণ প্রদান করা হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় ছাতক পৌরসভা অডিটোরিয়ামে
সোনালী ব্যাংক ছাতক শাখার আয়োজনে অনুষ্ঠিত কৃষি ঋণ বিতরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ্ বাংলা ব্যাংক এর ম্যানেজার সামস মোঃ জাবেদ সুফিয়ানের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের, সিলেটের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস, জনতা ব্যাংক পিএলসি সিলেটের জেনারেল ম্যানেজার মোহাঃ বরিউল আলম, বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয় জেনারেল ম্যানেজার খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান, সোনালী ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজার প্রিন্সিপাল হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ ডেপুটি ম্যানেজার বরজিত লাল সোম, ও বাংলাদেশ কৃষি ব্যাংক ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উত্তরা ব্যাংক ছাতক শাখা পরিচালক মোহাম্মদ তোহা, গীতা পাঠ করেন, পল্লী উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা বকুল দেবনাথ।
বক্তারা বলেন, এখন থেকে যে কোন ব্যাংক থেকেই কৃষকরা ১০ টাকার কৃষি একাউন্টের মাধ্যমে প্রকাশ্যে কৃষি ঋণ পেয়ে যাবেন। কৃষি ঋণ পেতে কোন মাধ্যম ছাড়া সরাসরি প্রকৃত কৃষক ভাই বোনেরা ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেলেই কম সুদে কৃষি ঋন পেয়ে যাবেন। এসব ঋণ গ্রহনে প্রান্তিক কৃষকদের উৎসাহ করতে সকলের প্রতি আহ্বান জানান। এসময়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, উপজেলার প্রান্তিক কৃষক ও খামারী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest