রহমত উল্লাহ তালুকদারের ৫৯তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

রহমত উল্লাহ তালুকদারের ৫৯তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

 

জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা, নয়াহালট গ্রামের কৃতি সন্তান মরহুম মোঃ রহমত উল্লাহ তালুকদার-এর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, তিনি ১৯৬৫ সালের ৪ঠা অক্টোবর (১৯ শে আশ্বিন ১৩৭২ বঙ্গাব্দ) ইন্তেকাল করেন।

শনিবার (৪ অক্টোবর) নয়াহালট দারুল মাদ্রাসার হল রুমে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আবুল কালাম, আবু আলা, আব্দুর সাত্তার, সেলিম মিয়া, ইকবাল হুসেন, মুক্তার আলি, আলমগীর, জামাল উদ্দীন, সুমন মিয়া, হাফেজ শরীফ আহমদসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিল শেষে মরহুমের আদর্শ ও শিক্ষা বিস্তারে তাঁর অবদানের স্মৃতিচারণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ