প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা, নয়াহালট গ্রামের কৃতি সন্তান মরহুম মোঃ রহমত উল্লাহ তালুকদার-এর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, তিনি ১৯৬৫ সালের ৪ঠা অক্টোবর (১৯ শে আশ্বিন ১৩৭২ বঙ্গাব্দ) ইন্তেকাল করেন।
শনিবার (৪ অক্টোবর) নয়াহালট দারুল মাদ্রাসার হল রুমে আয়োজিত দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আবুল কালাম, আবু আলা, আব্দুর সাত্তার, সেলিম মিয়া, ইকবাল হুসেন, মুক্তার আলি, আলমগীর, জামাল উদ্দীন, সুমন মিয়া, হাফেজ শরীফ আহমদসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিল শেষে মরহুমের আদর্শ ও শিক্ষা বিস্তারে তাঁর অবদানের স্মৃতিচারণ করা হয়।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest