প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

মুহাম্মদ আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি :
তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ (২৮ সেপ্টেম্বর) রোববার বিকালে নাগরিক তথ্য অধিকার ফোরাম এর আয়োজনে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উদযাপন করা হয়েছে।
সুনামগঞ্জের শাপলা চত্বরে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন
তথ্য অধিকার সঠিকভাবে কার্যকর হলে জনগণ সরকারি ও বেসরকারি সেবা সহজে পাবে এবং পরিবেশ সংরক্ষণে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। তারা তথ্য অধিকারকে গণতান্ত্রিক অধিকার এবং টেকসই উন্নয়নের অপরিহার্য হাতিয়ার হিসেবে অভিহিত করেন। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং সকলের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র অন্যতম তথ্য অধিকার আইন। এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই দিবসটি উদযাপন করা জরুরি।
বক্তারা আরও বলেন তথ্য কমিশনের সংস্কার করে আইনটিকে জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করা যাতে করে প্রান্তিক জনগোষ্ঠীকে এই আইনের মাধ্যমে তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করা যায়।
উপস্থিত ছিলেন শাহ্ কামাল, ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু, সুহেল আলম, মিজানুল হক সরকার, নুরুজ্জামান জুয়েল, আরিফুজ্জামান রিপন, শফিউল আলম, মাইনুদ্দিন, শাহ মোশাহিদ আলম ফয়সল, মিজানুর রহমান, দবির মিয়া, আফজাল হোসেন আবু তাহের নাইম প্রমূখ।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest