
মুহাম্মদ আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:
“আমাদের নদী, আমাদের অস্তিত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলন-এর উদ্যোগে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ পৌর শহরের সুরমা নদীর তীর সংলগ্ন লঞ্চঘাটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, সুরমা নদীসহ জেলার সব নদী, খাল, বিল ও হাওরকে দুষণমুক্ত ও দখলমুক্ত রাখা জরুরি। তারা সুরমা নদীতে বর্জ্য ফেলা রোধে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন। পাশাপাশি লঞ্চঘাট এলাকা ও জেলার বিভিন্ন স্থানে নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক শাহ্ কামাল, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু, সদস্য সচিব সুহেল আলম, মিজানুল হক সরকার, মাইনুদ্দিন, শাহ মোশাহিদ আলম ফয়সল, মিজানুর রহমান, দবির মিয়া, আফজাল হোসেন, সদর উপজেলা কমিটির আহ্বায়ক নুরুজ্জামান জুয়েল, পৌর কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান রিপন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম, সদস্য আবু তাহের নাইম প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন