তরুণদের অংশগ্রহণে সুনামগঞ্জে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

তরুণদের অংশগ্রহণে সুনামগঞ্জে ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ

 


সুনামগঞ্জ প্রতিনিধি::
দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র আয়োজনে সুনামগঞ্জে ১২৭৪তম ব্যাচের যুব নেতৃত্ব (ইয়ুথ লিডারশীপ) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন তরুণ অংশগ্রহণ করেন। শনিবার প্রেসক্লাবে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ শেষ হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর তুহিন আফসারী এবং সঞ্চালনায় ছিলেন সিলেট আঞ্চলিক সমন্বয়কারী বর্ণা দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী তমিম রহমান চৌধুরী, সাবেক জেলা সমন্বয়কারী তাজকিরা হক তাজিন, যুগ্ম সমন্বয়কারী আমজাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে বর্ণা দাস বলেন, সমাজের পরিবর্তন ও উন্নয়নে তরুণদের ভূমিকা অপরিহার্য। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন—সর্বত্র নেতৃত্ব প্রদর্শনের মানসিকতা গড়ে তুলতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ