তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নস্থ বিন্নারবন্দ গ্রামের আব্দুর রহমানের ছেলে দিলোয়ারের নিকট হতে টিউবওয়েল দেবার কথা বলে ইউপি সদস্য জামায়াত নেতা ইয়াকুব মেম্বার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বোধবার সকাল ১১ টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন দিলোয়ার।
অভিযোগকারী দেলোয়ার হোসেন জানান, আমি একজন গরীব অসহায় মানুষ, আমার বাড়িতে বিশুদ্ধ পানি খাবার মতো কোন টিউবওয়েল না থাকায় কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ বরাবর একটি লিখিত আবেদন করি। আমার আবেদন দেওয়ার খবর পেয়ে ইউপি সদস্য জামায়াত নেতা আমার নিকট বারো হাজার টাকা দাবি করে আমি তাকে টাকও দেই।আমার নামে একটি টিউবওয়েল বরাদ্দও হয়।আমার নামে বরাদ্দকৃত টিউবওয়েলটি গোপনে জামায়াত নেতা ইউপি সদস্য ইয়াকুব মিয়া তার চাচা কালাম মিয়ার বাড়িতে স্থাপন করে।উপজেলা অফিস থেকে জানতে পারি আমার নামে একটি টিউবওয়েল বরাদ্দ হয়েছে সেই টিউবওয়েল আমার বাড়িতে স্থাপন হয়েছে কি না তারা জানতে চান। আমি তখন তাদের বল্লাম আমার বাড়িতে কোন টিউবওয়েল স্থাপন হয়নি। পরে ইউপি সদস্য ইয়াকুব মিয়া কে জিজ্ঞেস করলে সে আমাকে হুমকি প্রদান করে।আমি গরীব অসহায় মানুষ আমার টিউবওয়েল টি পুনরায় পাওয়ার জন্য এবং ইয়াকুব মেম্বার এর বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছি।
ইউপি সদস্য ইয়াকুব মিয়া বলেন, আমার ওয়ার্ডে দুটো টিউবওয়েল পেয়েছি ভুল বসতো টিউবওয়েল টি স্থাপন হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব এটার সমাধান করে দিবেন বলেছেন।আমি কারু কাছ থেকে টাকা পয়সা নেইনি কাউকে হুমকিও দেইনি।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী বলেন, আমি বিষযটি শুনেছি আগামী বৃহস্পতিবার সকল ইউপি সদস্যদের নিয়ে বসে বিষয়টি সমাধান করবো।
তাহিরপুর উপজেলা উপ সহকারী জনসাস্থ প্রকৌশলী আলআমিন বলেন, এক ব্যাক্তির নামে বরাদ্দকৃত টিউবওয়েল অন্যজনের বাড়িতে বসানোর সুযোগ নেই। আমি খবর নিয়ে দেখি যদি এমনটি হয় তাহলে তার বরাদ্দ বাতিল করে যার নামে বরাদ্দ হয়েছে তার বাড়িতে বসানোর ব্যাবস্থা হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন