সেলিম আহম্মেদ,ধর্মপাশা: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সিলেট মহানগর শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার সুনামগঞ্জ ১ ( জামালগঞ্জ, তাহেরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) প্রার্থীতা ঘোষণা করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে সামাজিক, ধর্মীয় ও সমাজ সংস্কারে নিজেকে নিয়োজিত রেখেছি । দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত সমাজ গড়ে তোলা, সুশাসন প্রতিষ্ঠা এবং ইসলামিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমার মূল অঙ্গীকার। এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে অনেক পিছিয়ে। আমি বিশ্বাস করি, জনগণের দেয়া ও সমর্থন পেলে সংসদে পৌঁছে এই আসনের উন্নয়নে সর্বাত্নক কাজ করে যাব ইনশাআল্লাহ। আমার প্রতিশ্রুতি হল- সৎ যোগ্য ও জবাবদিহিতা মূলক নেতৃত্ব প্রদান। শিক্ষা, স্বাস্থ্য খাতকে আধুনিকায়ন করা। কৃষক মজুর ও যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুনীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন। ইসলামী সাংস্কৃতিক ও নৈতিক মুল্যবোধভিত্তিক শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা। তিনি আরও বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন, তবে আমি এ অঞ্চলের উন্নয়নকে অগ্রধিকার দেবো এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করব। এ আসনের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান, আমি আপনাদের আস্থার মর্যাদা রাখব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাওলানা আলী হোসাইন খান, সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, ধর্মপাশা উপজেলা শাখার সদস্য মাওলানা মনির হোসেন, সৈয়দ মনির উদ্দিন প্রমুখ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন