সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাই শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা চেয়ারম্যান জুনাব আলী

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

সনাতন ধর্মাবলম্বী সকলকে জানাই শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা চেয়ারম্যান জুনাব আলী

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী তাহিরপুর উপজেলা সহ সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা অতিতের ন্যায় এবারও বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবো।

৫ আগস্টের পরও আমাদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে ছিল। গত বছরের মতো এ বছরও পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

শারদীয় দুর্গাপূজা সনাতনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
আমাদের জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যেন স্থানীয় পূজা উদযাপন ফ্রন্টের সঙ্গে সমন্বয় করে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করার ।আমরা যোগ যোগ ধরে হিন্দু ভাইদের অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে আসছি আশা করছি, এবার অন্য বছরের ন্যায় আরও উৎসবমুখর হবে দুর্গা পুজা।

তিনি সকলকে সতর্ক করে বলেন, সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত সরকার এবং যারা নির্বাচন চায় না, তারা দুর্গাপূজাকে নিয়ে ষড়যন্ত্র করছে। কোনোভাবেই সাম্প্রদায়িক অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। বিএনপি জাতীয়তাবাদী এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

এ সংক্রান্ত আরও সংবাদ