প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

ছাতক প্রতিনিধি: জনকল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে সিংচাপইড় ইউনিয়নের স্থানীয় ইসলামগঞ্জ খাসগাঁও বাজারে বিকেল ৩ টায় ২০২৫ নির্বাচন কালীন আহ্বায়ক ফরহাদ আহমদ গাজী মিল্টন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাওছার আহমদ দুলাল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক সুনামগঞ্জ শিশু আদালতের (পি.পি) ছাতক সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট আব্দুল জলিল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক সমিতির সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক রুহুল করিম শিবলু,উজ্জীবক সুজন তালুকদার ,তৈয়বুর রহমান,খাসগাও বাজার পরিচালনা কমিটির ক্যাশিয়া মিরাস আলী,ব্যবসায়ী মোহাম্মদ জালাল উদ্দীন, কাওসার মাহমুদ, ইসফাকুর রহমান, সম্রাট ফাহিম, বক্তব্য
উদ্যোক্তা সোহান আহমদ স্বাগত বক্তব্য সুলেমান হোসেন সালমান,শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ইস্তিয়াক হোসেন নাহিদ,পরিশেষে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। জনকল্যাণ সোসাইটি সুনামগঞ্জ কেন্দীয় পরিষদ এর ২০২৫-২৬ এর কার্যকরী পরিষদ প্রকাশ করেন আহ্বায়ক ফরহাদ আহমদ গাজী মিল্টন,
নবগঠিত কমিটির সভাপতি -শাহিন আলম,সাধারণ সম্পাদক -ফাহিম আহমেদ,সিনিয়র সহ সভাপতি -তুহিন আহমেদ,সহ সভাপতি-আহমেদ শাহান
,সহ সভাপতি -জামিল রানা তালুকদার,সহ সভাপতি -জাকারিয়া রহমান,সহ সভাপতি -সুলাইমান ফাহাদ,সহ সভাপতি -আবু তাহের ইমন,সহ সভাপতি -রুবেল হোসাইন,সহ সভাপতি -ইশতিয়াক আহমেদ মাহিন,সহ সাধারণ সম্পাদক -আলী নেওয়াজ,সহ সাধারণ সম্পাদক -খসরু মিয়া,সহ সাধারণ সম্পাদক -শরিফ আহমেদ,সহ সাধারণ সম্পাদক -আরাফাত শাহিন,
জাবেদ খান,সহ সাধারণ সম্পাদক -নাদিমুল হক,সহ সাধারণ সম্পাদক -মামুন আহমেদ,সহ সাধারণ সম্পাদক -নাদির হোসেন তুহিন,সহ সাধারণ সম্পাদক -সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক -রুমেল আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক -এস এম মারুফ,সহ সাংগঠনিক সম্পাদক -নবীন হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক -এম কে আমীন,সহ সাংগঠনিক সম্পাদক -নাইম আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক -জাহিদ আহমেদ,অর্থ সম্পাদক -নাজিম উদ্দিন তমাল,সহ অর্থ সম্পাদক -জুনাইদ আহমেদ,দফতর ও প্রচার সম্পাদক -চৌধুরী মোশতাক,সাহিত্য সম্পাদক -মাওলানা আশরাফ,প্রবাসী ও আন্তর্জাতিক সম্পাদক -শুভ আহমেদ,সমাজসেবা সম্পাদক -কাওছার আহমেদ,
ধর্ম সম্পাদক -মো:দেলোয়ার হোসেন,পরিকল্পনা সম্পাদক -সোহান মিয়া,আইন সম্পাদক -হাসান মিয়া,
ত্রান ও দূর্যোগ সম্পাদক -আনচার আহমেদ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক -লুৎফুর রহমান,ছাত্রকল্যাণ সম্পাদক -আমিনুল হক,তথ্য ও প্রযুক্তি সম্পাদক -আবু মনসুর সারোয়ার,মাদ্রাসা ও ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক -হাফিজ রহিম উদ্দিন,পাঠাগার সম্পাদক -সাজু আহমেদ,মিডিয়া বিষয়ক সম্পাদক -রাহিদ আহমেদ,স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক -নাবিল আহমেদ,পরিবেশ বিষয়ক সম্পাদক -জাবের হোসেন লাদেন,মহিলা ওশিশু বিষয়ক সম্পাদক -ফৌজিয়া বেগম,কৃষি বিষয়ক সম্পাদক -রেজোয়ান আহমেদ মারজান,সদস্য -জহিরুল হক হোসাইন,সম্রাট ফাহিম সজীব হাসান,-ক্বারী কাওছার আহমেদ
-বাবলু মিয়া,সদস্য -এইচ এম জাকির,
হাসান আহমেদ,-মাহদি,-তুহিন,নাসিম আহমেদ,-নাজমুল হোদা,জাকারিয়া আহমেদ,আবু সুফিয়ান,মো:ইব্রাহিম।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest