প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২
সুজন তালুকদার ছাতক:গোবিন্দগঞ্জ বহুমখী উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে পরিক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করে নবম শ্রেণিতে উত্তির্ন হলো সিফাত আদনান অংকন।
তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার গোতাশিয়া ইউনিয়নের মনোহরদী গ্রামে। পিতা শাহীনুল ইসলাম সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের সাবেক মাঠকর্মী,মাতা শাহানাজ পারভীন গৃহিণী।গোবিন্দগঞ্জ নতুন বাজার ভাড়াটিয়া বাসায় বসবাস করে মেধাবী শিক্ষার্থী অংকন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে উত্তির্ন হওয়ায় তার পিতা মাতা আনন্দিত হয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পাইভেট শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এমন সফলতা অর্জনের পিছনে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে মানব কল্যাণে কাজ করতে ডাক্তার হতে চায় বলে জানিয়েছেন মেধাবী শিক্ষার্থী সিফাত আদনান অংকন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest