ছাতক প্রতিনিধি: ছাতকে প্রথম শাপলা কাব এ্যাওয়ার্ড পেয়েছে শিক্ষক কন্যা প্রতিভা দত্ত। ২০২৪ সালে জাতীয় পর্যায়ে শাপলা কাব এ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিভা দত্ত প্রিমা। সে কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ দত্ত ও কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেপী রানী পাল এর একমাত্র কন্যা।প্রিমা অত্যন্ত মেধাবী ছাত্রী। পড়ালেখার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে গান, কবিতা, চিত্রাংকন ও কাবিং ইভেন্ট অংশগ্রহণ করে অনেক পুরস্কার ও সুনাম অর্জন করেছে।ছাতকের ইতিহাসে এই প্রথম শাপলা কাব এ্যাওয়ার্ড পেয়েছে প্রিমা। অতীতে আর কেউ শাপলা কাব এ্যাওয়ার্ড পায়নি। প্রিমা ছাতকবাসীর সুনাম অর্জন করেছে।উল্লেখ্য শাপলা কাব এ্যাওয়ার্ড হচ্ছে বাংলাদেশের স্কাউটদের সর্বাধিক পুরস্কার প্রদান।যারা কাব স্কাউট হিসেবে সব ধরণের মূল্যায়ন (লিখিত, মৌখিক, ব্যবহারিক, সাঁতার) এ পাস করে এবং অন্যান্য গুণাবলী যেমন নেতৃত্ব, সামাজিক কর্ম, দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা ইত্যাদি প্রদর্শন করে তারাই এই পুরস্কার পায়। জাতীয় পর্যায়ে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী। প্রিমা তার সাফল্য ধরে রাখার জন্য মহান সৃষ্টিকর্তা ও সকলের কাছে দোয়া চেয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন