ছাতক প্রতিনিধি : হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত। ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ছাতক শহরের কাস্টম রোড সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুর্নাঙ্গ কমিটি গঠনে প্রস্তুতি ও দ্রুত সবকটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে ও বিভিন্ন আলোচনা হয়।
আগামী ১৫ সেপ্টেম্বর উপজেলা আহ্বায়ক কমিটির ফরম জেলা কমিটির কাছে হস্তান্তর করা হবে। তাছাড়া ইউনিয়ন কমিটি গঠনে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দে সর্বাত্মক সহযোগিতা ও প্রতিটি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবী সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এসময় যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন,
সম্মানিত সদস্য মিলন মিয়া,ইমরান হোসেন,জামিল হোসেন,মাস্টার আব্দুস সালাম আজাদ,আবুল হোসেন, ডালিম মিয়া, ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন