জামালগঞ্জ উপজেলার দারুস সুন্নাহ মাদানিয়া মাদরাসার ছাত্র মোঃ আনাস আহমদ পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাচনা বাজার মাদরাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা এখলাছুর রহমান।
মাদরাসার শিক্ষাসচিব হাফিজ মাওলানা মাছরুফ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাচনা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা মফিজুর রহমান, উম্মে সালমা মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান, খাদিমুল কুরআন মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা কাউসার আহমদ, লালমিয়া তালুকদার ও আব্দুস সুবহান তালুকদার নুরানী মাদরাসার মুহতামিম ক্বারী আব্দুল কুদ্দুস। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দী, তাফাজ্জুল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে মাদরাসার হিফজ বিভাগের ১ম হাফেজ মোঃ আনাস আহমদের জন্য দোয়া করা হয়।
