জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল হামদ-নাত, রচনা লিখন, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সহকারী শিক্ষক এবিএম মাসুমের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক তাইয়েবুন নেছা আফিন্দী, সহাকারী শিক্ষক মুজাহিদ হোসেন, ইয়াসমিন চৌধুরী, কবির উদ্দিন, মোস্তফা কামাল খান, চন্দন চন্দ্র পাল, আবু সোহাগ, মো. আনোয়ার হোসেন, আতাউর রহমান ও আনোয়ার হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবজাতির জন্য চিরন্তন আদর্শ। তাঁর শিক্ষার আলোকে সমাজ থেকে অশান্তি, হিংসা-বিদ্বেষ ও কুসংস্কার দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে নবীজির দেখানো পথে চলতে হবে এবং নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে হেড মাওলানা আব্দুস সালামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ