তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার (৩নং) বড়দল দক্ষিণ ইউনিয়নে নেতাকর্মীদের উপস্থিতিতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামেয়া ইসলামিয়া কাউকান্দি বাজার মাদ্রসা মাঠ প্রাঙ্গনে সদ্য ঘোষিত ইউনিয়ন কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহিনুল আলমের সঞ্চালনায় ও আহ্বায়ক বশির আহমদের সভাপতিত্বে প্রাধন অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।,
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বিএনপি আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, রাখাব উদ্দিন, সদস্য চান মিয়া মাস্টার, আবুল কালম, নাসের উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ, সাখাওয়াত হোসেন, সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক ছাইদুল কিবরিয়া, উপজেলা যুবদল আহব্বায়ক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসনাত রাসেল, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা রাহুল প্রমুখ।
তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলারদের ভোটে নির্বাচিত বিজয়ী প্রার্থী সভাপতি আশরাফুল আলমের নাম ঘোষনা করেন, এবং সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী নাসির মিয়ার নাম ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।তিনি বলেন গনতান্ত্রিক পক্রিয়ায় মানুষ ভোট দিয়ে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পেরে তারা আজ আনন্দিত।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন