তাহিরপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫

তাহিরপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাহিরপুর উপজেলা বি এনপির আয়োজনে এক বণ্যাঢ্য শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বেড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

বোধবার তাহিরপুর উপজেলা বি এনপি আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদল সহঃ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতা প্রাপ্ত ও সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, রাখাব উদ্দিন, আবুল হুদা,বক্তব্য রাখেন উপজেলা বি এনপি আহ্বায়ক কমিটি সদস্য চান মিয়া মাষ্টার, শাখাওয়াত হোসেন,মোরসালিন মিয়া,বাদাঘাট ইউনিয়ন বি এনপি আহ্বায়ক মন্জুর আলী যুগ্ম আহ্বায়ক নজরুল শিকদার, রফিকুল ইসলাম, নজরুল শাহ,তাহিরপুর সদর ইউনিয়ন বি এনপি আহ্বায়ক সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম,জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য শাহিন মিয়া সোহাগ মিয়া দেবাশীষ রায়,নূর মিয়া, আল-আমিন, উপজেলা কৃষকদল সদস্য সচিব আবুল কালাম, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল,সদস্য সচিব মুন্না, রাব্বি, রাহুল, অহি,সহ অসংখ্য নেতৃবৃন্দ।

তাহিরপুর উপজেলা বি এনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জুনাব আলী বলেন, ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলার রাখাল রাজাখ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের কান্তি কালেও বন্যা জলোচ্ছ্বাস ও মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েন। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প কিছুদিন দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন। তিনি যদি দীর্ঘ সময় দেশ সেবার সুযোগ পেতেন তাহলে এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতেন। তার সহধর্মিনী আপোষীণ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও দেশের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে এদেশে ব্যাপক উন্নয়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সুনামগন্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের অন্ধকার কারাগারে আটকে রেখেছিল। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের নেতাকর্মীরা মাঠে থেকে আন্দোলনকে বেগবান করেছিল। ফ্যাসিস্ট সরকার গোটা দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিল। আজকে দেশ স্বাধীন হয়েছে, আমরা হয়েছি মুক্ত। আগামী নির্বাচনে সুনামগঞ্জ এক আসন ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। আমরা জেলখানায় নিদারুন কষ্ট করেছি। মানবেতর জীবন যাপন করেছি। রাজনৈতিক সহকর্মীরা দীর্ঘ ১৬ বছর তাদের বাড়িতে থাকতে পারেননি। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় অনেকে আহত হয়েছে। আক্রমণের শিকার হয়ে কেউ কেউ মারাও গিয়েছে। সকল দ্বিধাদন্দ ও মনের কষ্ট ভুলে দলকে এগিয়ে নিতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ