ছাতক প্রতিনিধি: ছাতকের চরমহল্লা উচ্চ বিদ্যালয় কাইল্যাচর স্কুল শিক্ষার্থীদের মাধ্যে লন্ডন প্রবাসী চরমহল্লা ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে'র সহ-সভাপতি জসিম উদ্দিন'র অর্থায়নে শতাধিক শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে।
গত সোমবার বিকেল ২ ঘটিকায় উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের "চরমহল্লাহ উচ্চ বিদ্যালয়ের" হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু মুসা মোহাম্মদ রাসেল'র সভাপতিত্বে ও চরমহল্লাহ ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্ট বিডি'র সহ-সাধারন সম্পাদক তরুন সমাজকর্মী আবু লেইছ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে ছাতা বিতরণ করেন,বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক মাস্টার ফয়জুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চরমহল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার শফিক আহমদ, খরিদিচর সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির(এডহক) সভাপতি তরুন সমাজকর্মী এড,আল- আমিন, সমাজকর্মী মঞ্জুর মিয়া,সাবেক শিক্ষক সামছুল ইসলাম, মাওলানা আনসারুল হক,চরমহল্লা ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্ট বিডি'র সাবেক সভাপতি মাওলানা খুর্শিদ আলম,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক নূর মিয়া রাজু, চরমহল্লা ইউনিয়ন ওয়েল ফেয়ার ট্রাষ্ট'র সমাজ সেবা সম্পাদক সিরাজ মিয়া, ফিরুজ-রংমালা ফাউন্ডেশন চরমহল্লা'র চেয়ারম্যান আব্দুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন,ছাতা বিতরণী কার্যক্রমের উদ্যোক্তা ও তরুণ সমাজকর্মী জয়নাল আবেদীন ছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষক জমির আলী, রুস্তম আলী, এলাকার আবুল হাসনাত প্রমূখ। অনুষ্টান শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন , বিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা আলম মূন্না। অনুষ্ঠান সমাপ্ত করে উপকার ভোগী শিক্ষার্থীদের মাঝে ছাতা উপহার হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের দাবীর যথার্থতা বুঝতে পেরে প্রধান অতিথি মাস্টার ফয়জুল ইসলাম স্কুলের জন্য একসেট স্পিকার উপহার হিসেবে দেয়ার ঘোষণা প্রদান করেছেন। সার্বিক ভাবে অনুষ্ঠানের চিত্র তুলে ধরেন সংবাদ কর্মী জামিল হোসেন ও ইউরোপ এনটিভির প্রতিনিধি মোহাম্মদ তাজিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, শিক্ষার্থী ছাড়াও এলাকার লোকজন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন