তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর তিন ঘটিকায় বালিজুরি মাদ্রাসা মাঠে
সম্মেলনের আয়োজন করেন বালিজুরি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। বালিজুরি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদযাপন প্রস্তুত কমিটির আহ্বায়ক আছব্বর আলী খাঁর সভাপতিত্বে এবং আহব্বায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদল সহঃ সাধারণ সম্পাদক আনিসুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা বি এনপি আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথি হিসেবে যাদের নাম রয়েছে তারা হলেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য সালমা নজির, আবুল কালাম আজাদ,উপজেলা বি এনপি আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল,যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, বক্তব্য রাখেন উপজেলা বি এনপি আহ্বায়ক কমিটি সদস্য চান মিয়া মাষ্টার, মোঃ মোরসালিন মিয়া,এমদাদুল হুদা, আমির শাহ,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বি এনপি যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ, তাহিরপুর সদর ইউনিয়ন বি এনপি আহ্বায়ক ছাইদুল কিবরিয়া,উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম, যুবদল নেতা আবুহুরায়রা সোহাগ,জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য শাহিন মিয়া, দেবাশীষ রায়,উপজেলা যুবদল সদস্য নূর মিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল,সদস্য সচিব মুন্না,ছাত্রদল নেতা রাহুল, রাব্বি, অহি সহ অসংখ্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা করে এবং পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আনিসুল হক।
তাহিরপুর উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতা প্রাপ্ত ও সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জুনাব আলী বলেন,
ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তাদের থেকে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ সহ তারা যাতে কোনভাবে দলে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কেন্দ্রীয় কৃষকদল সহঃ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন,ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার দেশ থেকে গনতন্ত্র তুলে দিয়েছিল করেছিল বৈষম্য ও দুর্নীতির বাংলাদেশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা।দেশে একটি কঠিন ষড়যন্ত্র চলছে সকল নেতা কর্মী সমর্থকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে সাথে নিয়ে মানুষের দোয়ারে দোয়ারে যেতে হবে।
প্রথমার্ধের সভা শেষে দ্বিতীয় অধিবেশনে বালিজুরি ইউনিয়ন বি এনপি আংশিক কমিটি ঘোষণা করেন তাহিরপুর উপজেলা বি এনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, সভাপতি সাখাওয়াত হোসেন,সহঃ সভাপতি জবা মিয়া, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহঃ সাধারণ সম্পাদক আবুল বাশার মনির,সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া,
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন