সেলিম আহম্মেদ, ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশায় ডিঙি নৌকা ডুবে ২জন নিখোঁজের মধ্যে ২৫ ঘন্টা পর শামসুদ্দিন নামের একজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মাগুরা হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এছাড়া শিশু নুসরাতের লাশ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।
জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ৭ জনের একটি ডিঙি নৌকা নিয়ে উপজেলা সদর ইউনিয়নের কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেষপুর যাওয়ার পথিমধ্যে ধারাম হাওরে পৌঁছলে প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি তলিয়ে যায়। এসময় ৫ জন তীরে উঠতে পারলেও ওই ইউনিয়নের কেশবপুর গ্রামের শামসুদ্দিন (৫০) ও কান্দাপাড়া গ্রামের নুসরাত (৭) নিখোঁজ হয়।
ঘটনার পর থেকে স্থানীয়দের পাশাপাশি পুলিশ, ফায়ারসার্ভিস ও ডুবুরি দল এতে অংশ নেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন