হাওর ও নদী রক্ষা আন্দোলন চরমহল্লা ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

হাওর ও নদী রক্ষা আন্দোলন চরমহল্লা ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন

ছাতক প্রতিনিধি : ছাতকে চরমহল্লা ইউনিয়নে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২২ আগষ্ট বিকেলে চরমহল্লা টেটিয়ারচর বাজারের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।,

ছাতক উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনায় ১৫ সদস্য বিশিষ্ট চরমহল্লা ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন,সদস্য জামিল হোসেন ইকবাল হোসেন,দিলোয়ার আহমদ জয়,জুয়েল আহমদ প্রনুখ।

আয়োজিত এ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন,ইউপি সদস্য গিয়াস উদ্দিন,ছালেহ আহমদ, সমাজ সেবক আবুল লেইছ,আল আমিন,মাওঃ মোস্তাক আহমদ, আমজাদ আলী প্রমুখ।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে তরুণ সংগঠক মাসুম আহমদ কে আহবায়ক, আব্দুল আলীম ও ময়নুল হক কে যুগ্ম আহবায়ক ও জাকির হোসেন কে সদস্য সচিব করে
৩ মাস মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন ইয়াকুব আলী,ছাব্বির আহমদ,নিজাম উদ্দিন,আকল মিয়া,নায়েব আলী,মকছুদুর রহমান,নবীর হোসেন, মাসুক মিয়া,সিরাজ মিয়া,আবু তালেব।

এ সংক্রান্ত আরও সংবাদ