সিলেট এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মাহদীকে সংবর্ধনা

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

সিলেট এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মাহদীকে সংবর্ধনা

ছাতক প্রতিনিধি:  সিলেট এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক মাহদী ইসলাম রায়হানকে তাৎক্ষণিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব গোবিন্দগঞ্জস্থ বনফুলে কালারুকা ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পক্ষ থেকে মাহদীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মাহদী ইসলাম রায়হান সবার ভালোবাসায় অভিভূত হয়ে ভবিষ্যতের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “সবার সহযোগিতা ও দোয়ার মাধ্যমেই আমি দায়িত্ব পালন করতে সক্ষম হবো।”স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ শিক্ষার্থী ও যুবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা কর্মসূচি শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ