ছাতক প্রতিনিধি :ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ০২টি নিয়মিত মামলার এজাহার নামীয় ৪জন এবং ওয়ারেন্ট ভূক্ত ৮জন সহ মোট ১২জন আসামী গ্রেফতার করা হয়েছে।
নতুন যোগদান কারী অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সফিকুল ইসলাম খান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে, এসআই রেজাউল করিম, এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এএসআই তোহা, এএসআই সাইফুর, এএসআই নাছির, এএসআই মহি উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-১১৬/১৬ (জগ:) এর পরোয়ানা ভূক্ত আসামী ১। নাজির উদ্দিন (২০), পিতা-মৃত ওস্তার আলী, সাং-বাদে ঝিগলী (সিংগেরকাছ), ও বিবিধ-১৩৯/২৪ (ছাতক) এর পরোয়ানা ভূক্ত আসামী ১।মানিক আলী (৪৫), পিতা-মৃত আখল মিয়া, ২।মাছুম মিয়া (২০), পিতা-মানিক মিয়া, ৩।নাইম মিয়া (১৮), পিতা-মানিক মিয়া, ৪।আনর আলী (৫৫), পিতা-মৃত আখল মিয়া, ৫। হোসাইন আহমদ (২০), পিতা-মৃত আখল মিয়া, ৬।হাসান আহমদ (২২), পিতা-মৃত আখল মিয়া, সর্বসাং-সিংগেরকাছ, ৭। তেরা মিয়া (৪৩), পিতা-মৃত আখল মিয়া, সাং-সিংগেরকাছ গ্রেফতার করেন। তাছাড়া এসআই গাজী মোয়াজ্জেম হোসেন, সঙ্গীয় ফোর্সের সহায়তায় ছাতক থানার মামলা নং-১৩(০৮)২৫, জিআর-২৩৫/২৫ এর এজাহার নামীয় আসামী ১। ইমরান হোসেন (২৯), পিতা-মৃত মঈন উদ্দিন, সাং-দক্ষিণ গনেশপুর (ছড়ারপাড়), ইউপি-ইসলামপুর’ এসআই মোফাফখারুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মামলা নং-১৪(০৮)২৫, জিআর-২৩৬/২৫ এর এজাহার নামীয় আসামী ১। ফুল বাহার বেগম (৫৫), স্বামী-মৃত মখলিছ আলী,সাং-রাউলী, ২। বেগম বাহার (৫০), স্বামী-আ: কাদির, সাং-জালিয়া, ৩। সায়মন (২০), পিতা-ছুরাব আলী, সাং-পান্ডারগাঁও, থানা-দোয়ারা বাজার, বর্তমানে ফুল বাহার বেগম এর বাড়ী সাং-রাউলী, গ্রেফতার করেন।
থানার ওসি সফিকুল ইসলাম খান শফিক জানান
গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভূক্ত ও নিয়মিত মামলার আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন