সুনামগঞ্জ -( ৫) ছাতক দোয়ারা বাজার আসনে সতন্ত্র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন আরেক তরুণ ড.জয়নাল আবেদীন

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

সুনামগঞ্জ -( ৫) ছাতক দোয়ারা বাজার আসনে সতন্ত্র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন আরেক তরুণ ড.জয়নাল আবেদীন

ছাতক প্রতিনিধি :সুনামগঞ্জ -( ৫) ছাতক দোয়ারা বাজার আসনে সতন্ত্র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন,মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মী ড.জয়নাল আবেদীন।

তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ড.জয়নাল আবেদীনের সহযোগিতায় হাসি ফুটেছে ছাতক-দোয়ারার অসংখ্য অসহায়,দিনমজুর মানুষের। দূর প্রবাসে থেকে তিনি সকল প্রয়োজনে সব সময় দেশের মানুষের সহযোগিতা করার চেষ্টা করছেন। দেশ, মা ও মাটির টানে সবমসময় এলাকার মানুষ তাকে কাছে পাচ্ছেন।
ড.জয়নাল আবেদীন ১৯৮১ সালে ছাতক উপজেলার দোলারা বাজার ইউনিয়নের আইয়ুব নগর গ্রামে জন্মগ্রহণ করেন।পরে দেশে স্নাতক শিক্ষা শেষ করে ২০০০ সালে জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি দেন। পরে যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটি থেকে মাষ্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।দীর্ঘদিন যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ন্যায় ও নীতির সাথে কাজ করেছেন। তার কর্মদক্ষতায় তিনি যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারে ভুষিত হয়েছেন।
ড. জয়নাল আবেদীন নিজ ব্যক্তি ও পারিবারিক অর্থায়নে ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলায় তার বাবা মরহুম আইয়ুব আলী’র নামে বেশ কয়েকটি মসজিদ নির্মানে সহযোগিতার পাশাপাশি অনেক উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা করাসহ এলাকার অসহায়, নিম্ন আয়ের ও চিকিৎসা বঞ্চিত মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন।
মোবাইল ফোনে ড.জয়নাল আবেদীন প্রতিবেদককে জানান, আমি যতই আরাম আয়েশে থাকিনা কেনো। আমার দেহটা সেই দেশের মাটি,ধুলো বালুয় মিশে যেতে চায়। আমি দিনের বেশিরভাগ সময় দেশ-ও এলাকা নিয়ে চিন্তায় মগ্ন থাকি। আমি চাই এলাকার মানুষ যেনো তাদের সেবায় আমাকে কাজে লাগায়,আমি আগামী জাতীয় সংবাদ নির্বাচনে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা বাজার আসত থেকে একজন সতন্ত্র প্রার্থী হয়ে অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,এদিকে তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারনা ও করে যাচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ