প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও দেশবাসীর নিকট দোয়া কামনা করেন, হাওর এলাকার গন মানুষের নেত্রী, উপজেলা বি এনপি আহ্বায়ক কমিটি সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগন্জ এক থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট নারী নেত্রী সালমা নজির।
সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির বলেন“গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ। আজ ১৫ আগষ্ট তিনি ৮০ পেরিয়ে পা রাখলেন ৮১ বছরে।দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী তিনি।রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা,গণমানুষের অধিকার আদায়ে আপস হীনতা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল,কথাবার্তায় শালীনতা বোধ,অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাড়ানোর আত্বত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী অনন্য নেত্রী তিনি। বাংলাদেশের মানুষের ভরসারস্থল। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। তাঁর আপোষহীন নেতৃত্ব দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দেশনেত্রীকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি যেন আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।” তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মা চন্দন বাড়ির মেয়ে তৈয়বা মজুমদার বাবা ইস্কান্দার মজুমদারের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন।তার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি স্থানে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest