মোঃ তারেক মিয়া,শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
শাল্লা উপজেলা শ্রীহাইল গ্রামের সেননগরে মুতি মিয়ার দোকান ঘর সহ বসত বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জানা যায় গত কাল ১৩ই আগস্ট সন্ধ্যার পর আগুনের সূত্রপাত ঘটে। বিদুৎ চলে যাওয়ার পর খোপি বাতি ব্যবহার করেন। তখন জামির মিয়া নামে এক কাস্টমার দোকানে সদাই দিতে আসলে তাহার হাতের কনুই লেগে ডিজেলের ডামের মধ্যে পড়ে আগুন লেগে যায়। সেই আগুনে দোকান ঘর মালামাল, নগদ টাকা, কাপড় চোপড় প্রয়োজনীয় সকল আসবাবপত্র সহ বসত ভিটা পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায় প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা। স্ত্রী সন্তানকে বাঁচাতে গিয়ে মুতি মিয়ার শরীরের অর্ধেক অংশ আগুনে পুড়ে যায়। । রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা প্রেরণ করেন। পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায় মতি মিয়া বর্তমানে ঢাকা বারডেম হসপিটালে আইসিইতে চিকিৎসাধীন রয়েছে। তাহার বর্তমান অবস্থা আশঙ্ক জনক ।মতি মিয়ার স্ত্রী জায়েদা বেগম উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি প্রাথমিক অবস্থা ফুডপ্যাক সহযোগিতা করেন। পরবর্তীতে ঘর নির্মাণের জন্য সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন