ছাতক প্রতিনিধি : ছাতকে বিভিন্ন মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগষ্ট রাতে ছাতকথানার এসআই মোফাখখারুল ইসলাম, এসআই সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্স সহ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নারী ও শিশু নির্যাতন (২২৬ /২৫ ) মামলার আসামী জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মো.সমুজ মিয়া (৬৫)।
ছাতক থানার মামলা (নং-০৮ (৮) ২০২৫) এর আসামী ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ক্ষিদ্রা গ্রামের বাতির আলীর পুত্র জসিম উদ্দিন (২৫) এবং বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি নিবাসী বর্তমান উদয়পুর গ্রামের বাসিন্দা ওয়াজিদ উল্লাহর পুত্র জুনেদ মিয়া জুনাইদ (২৪)।
ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতার
আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন