প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

আব্দুস সামাদ আফিন্দী ::
৫ই আগষ্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামালগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫আগষ্ট বিকাল ৩টায় জামালগঞ্জ হ্যালিপেড মাঠ থেকে গনমিছিল শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা রিভারভিউ পার্কে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান, উপজেলা নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী”র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও সুনামগঞ্জ ১আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও: তোফায়েল আহমদ খান,জেলা অফিস সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোঃ তোফাজ্জল হক,উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ প্রমূখ।
জামায়াতে জেলা আমির অধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেন,২৪জুলাই গনঅভ্যুত্থানে সন্ত্রাস চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের সু চিকিৎসার ব্যবস্থা করার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট আহ্বান জানাই। তিনি আরো বলেন আর কোনো সন্ত্রাস, চাঁদাবাজ,দখলবাজ দেখতে চাইনা। যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী করেন তাদেরকে মন থেকে সমাজ থেকে ঘৃনা করে ইতিহাসের আস্থাখোরে ফেলে দিতে হবে। উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest