প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে উপজেলা বি এনপির এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষীণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয় ।
সমাবেশে তাহিরপুর উপজেলা বি এনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এমপি প্রার্থী আনিসুল হক, তাহিরপুর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য এমপি প্রার্থী সালমা নজির, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, সদস্য আবুল কালাম,চান মিয়া মাস্টার, সাখাওয়াত হোসেন, নাসের উজ্জল, ভাস্কর রায়,আলী আহমেদ মুরাদ,যুবদল আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য শাহিন মিয়া,কৃষকদল সদস্য সচিব আবুল কালাম,লিংকন আলামিন, ছাত্রদল আহ্বায়ক রাসেল সদস্য সচিব মুন্না,দেবাশীষ, ছাত্রদল সদস্য রাহুল, রাব্বি প্রমুখ।
সুনামগঞ্জ এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির বলেন দেশে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র কারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি। ২৪ এর গণ অভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ ভুলবে না। দেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।তিনি বলেন আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। রাহুমুক্ত হয়েছে দেশ। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণের জন্য দিনটি বড়ই আনন্দের। দিনটি বিজয়ের। বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে।
একুশ শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। গুম খুন অপহরণ হামলা মামলা নির্যাতন নিপীড়নকে সাধারণ এবং স্বাভাবিক ঘটনায় রূপান্তর করেছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেড় দশকের বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপিসহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। শত শত মিথ্যা মামলার কারণে ভিন্ন দল এবং মতের লাখ লাখ নেতাকর্মী সমর্থককে ঘরবাড়ি ছাড়া করে দেওয়া হয়েছিল। আজকের এই দিনে আমাদের সকলের অঙ্গীকার হোক দেশে আর কোনো ফ্যাসিবাধের জায়গা হবেনা।ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলায় সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কেন্দ্রীয় কৃষকদল সহ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক বলেন,
গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দীখানা ‘আয়নাঘর’ বানানো হয়েছিল। সেই আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে জলজ্যান্ত মানুষকে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর আটকে রাখা হতো। অনেককে চিরতরে গায়েব করে দেওয়া হয়েছ।
বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ দেশের সব সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। সংবিধান উপেক্ষা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল। দেশকে চিরতরে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। আজকের এই দিনে আমরা আশা করছি অচিরেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest