মো: আয়ুব খান,বেহেলী ইউনিয়ন প্রতিনিধি:
জামালগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত বেহেলী ইউনিয়নের হরিনগর-বাগানী গ্রামে তিনশ মিটার দৈর্ঘ্যের একটি মাটির রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। হরিনগর থেকে রাজাপুর ব্রীজ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে চলাচল করা যায় না। সামান্য মাটির কারণে রাস্তাটির সুবিধা ভোগ করতে পারছে গ্রামবাসী। বর্ষাকালে হরিনগরের নৌকাই একমাত্র ভরসা। কিন্তু হরিনগর-বাগানী গ্রামের দক্ষিণ পাশের এই সড়কটি রাজাপুর ব্রীজের সাথে সংযোগ করতে ৪ থেকে ৫লক্ষ টাকার মাটি লাগবে। রাস্তাটি আবুরা না হওয়ায় পাশ্ববর্তী বাগানী, কুমারিয়া, পুটিয়া ও হরিনগরের মানুষ বাজারে যাওয়া-আসা, চিকিৎসা সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকবার রাস্তাটিতে মাটির কাজ করা হলেও হয়নি আবুরা। প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা প্রতিশ্রæতি দিলেও নির্বাচন শেষে সেই আশ্বাস থাকে কেবল কথার মধ্যেই। সাবেক ইউপি সদস্য আবুল হোসেন বলেন, বাজার থেকে ফিরতে দেরি হলে বা ঝড়-বৃষ্টির দিনে অনেকেই বাড়ি ফিরতে পারেন না। সামান্য মাটির কারণে রাস্তাটির সুবিধা আমরা ভোগ করতে পারছি না। রাস্তাটি ভালো করে মেরামত করা হলে আশেপাশের গ্রামের লোকজন আবহাওয়া খারাপ হলে আমাদের গ্রামে আশ্রয় নিতে পারবেন। সমাজকর্মী সাইফুজ্জামান উকিল বলেন, এই অল্প দৈর্ঘ্যের রাস্তাটির কাজ সম্পন্ন হলে পুরো এলাকার মানুষ উপকৃত হবে। দুর্যোগেও স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।তাদের মতে, খুব অল্প বাজেটেই মাত্র পাঁচ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ সম্ভব। রাস্তাটি আবুরা না থাকায় জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও প্রবীণদের যাতায়াতে।
বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন(ভারপ্রাপ্ত) বলেন, হরিনগর-রাজাপুর ব্রীজ পর্যন্ত রাস্তাটির মাটির কাজ অর্থ বছরে করা হবে। এই রাস্তাটি আবুরা করা হলে হরিনগর সহ কয়েকটি গ্রামের সুবিধা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ বলেন, রাস্তাটির মাটির কাজ মেরামতের জন্য শুকনো মৌসুমে প্রকল্প দেওয়া হবে। আশাকরি অর্থ বছরে রাস্তাটির মাটির কাজ সম্পন্ন হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন