প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওরের মানিকখিলা এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও প্লাস্টিক চাই জব্দ করা হয়েছে।
রবিবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. ইলিয়াস মিয়ার নির্দেশে এই অভিযানে প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ২ হাজার প্লাস্টিকের চাই (বোতল) জব্দ করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। অভিযানে পুলিশ, আনসার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালেই জব্দকৃত জাল ও প্লাস্টিকের বোতলগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শুরুর আগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া হাওর এলাকার স্থানীয়দের উদ্দেশ্যে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরণের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest