ছাতক প্রতিনিধি : ছাতক থানা পুলিশ রবিবার রাত অভিযান চালিয়ে নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাও গ্রামের মো.মাহমুদ আলীর পুত্র মো. রহমত আলী(৫৬),মো.আকবর আলী (৫৪)মো.রহমত আলীর পুত্র আবু সুফিয়ান (২০)- কে গ্রেফতার করেছে। তারা ছাতক থানার মামলা নং-৩৪, তাং-২৭/০৭/২৫ ইং এর পলাতক আসামী।
ছাতক থানার মামলা নং-০৪ (৭)২৫, জি আর-১৯২/২৫ এর আসামী নাহিদ হাসান (১৭) কে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। সে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের মাফিজ আলীর পুত্র। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বলে জানাগেছে।
পুলিশের পৃথক অভিযানে দায়রা-১৮১/১৫, জিআর-৩৬/১৫ (ছাতক) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী মো. মাসুম মিয়া (৪৫)- কে গ্রেফতার করা হয়েছে।সে ইসলামপুর ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন