প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
জামালগঞ্জে যুব জমিয়তের বিক্ষোভ মিছিল

জামালগঞ্জ প্রতিনিধি::
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং জুলাই-আগস্টের "গণঅভ্যুত্থান" শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুব জমিয়ত বাংলাদেশ।
শনিবার (১৯ জুলাই) বাদ আসর জামালগঞ্জ উপজেলা পরিষদের গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষে উপজেলা পরিষদের গেইটের সামনে প্রতিবাদ সমাবেশ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসরুফ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক লুৎফর রহমান অর্থ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, সদস্য মুফতি মামুনুর রশীদ জসিম, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য আলতাফুর রহমান, উপজেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহদি হাসান,ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মারুফ আহমেদ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, দেশের ইতিহাসে জুলাই-আগস্ট বিপ্লব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। খুনিদের বিচার এখন সময়ের দাবি। জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় স্থাপনের বিষয়টিকে সিদ্ধান্তকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে দাবি করেন। বিক্ষোভ মিছিলে যুব জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
Copyright © 2024 Vatir Kantho. All rights reserved.