ধর্মপাশায় সকল স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সম্বন্বয় সভা

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

ধর্মপাশায় সকল স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সম্বন্বয় সভা

সেলিম আহম্মেদ,ধর্মপাশা: সুনামগঞ্জের ধর্মপাশায় কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদান, রেফারেল ও সংযোগ জোরদার করার লক্ষ্যে সরকারি ও বেসরকারী স্বাস্থ্য সেবা প্রদান কারী প্রতিষ্ঠানের সাথে সম্বন্বয় সভা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এর আয়োজন করেন মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প ধর্মপাশা এপি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবীর সরকারের সভাপতিত্বে ও মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুব্রত চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবা কর্মকর্তা তৌফিক আহম্মেদ, সাংবাদিক সেলিম আহম্মেদ, স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) বিধু ভূষন দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজল আমিন, নোয়াবন্দ কমিউনিটি ক্লিনিক সিজি কমিটির সভাপতি মোঃ জিয়াউদ্দিন, কান্দাপাড়া সিজি কমিটির সদস্য শাহ কামাল, গাবী সিজি কমিটির সদস্য সাইদুর রহমান, রংপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মহিবুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ