যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তলন করলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে ওসি দেলোয়ার হোসেন

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তলন করলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে ওসি দেলোয়ার হোসেন

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি ১টি ষ্টীল বডি নৌকাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই নাজমূল,এসআই ইমরান এএসআই জিযাউর রহমান(১) সঙ্গীয় ফোর্সের সহায়তায় যাদুকাটা নদীর ফাজিলপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৪০০ ঘনফুট বালু ও ১টি ষ্টীল বডী নৌকা জব্দ করে।

উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের
আলাউদ্দিনের ছেলে আলী হুসেন ( ২৯)কোনাটছড়া গ্রামের নূর ইসলামের ছেলে আব্দুল কাদের( ৪০) কে গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যাতে অবৈধভাবে কেউ বালু উত্তলন করতে না পারে।আমরা শান্তিপুর জনগনকে সাথে নিয়ে উন্মুক্ত জনসভা করে বালু বন্ধে পদক্ষেপ নিয়েছি, আমরা যাদুকাটাতেও যাতে কেউ অবৈধভাবে বালু উত্তলন করতে না পারে সেজন্য কাজ করছি,আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ