প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
জামালগঞ্জে আব্দুল জলিল ফাউন্ডেশন”র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::
“মানবতার সেবায় মানুষের পাশে” এই স্লোগানকে ধারণ করে অরাজনৈতিক সামাজিক-সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী দরিদ্র শিক্ষার্থী ও অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসার্থে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই ) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার সিএন্ডবি রোডের নিউ মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল মন্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল। খন্দকার ইনসান আহমেদ মনিরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন ফারুকী। এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপি"র আহ্বায়ক শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপি"র সদস্য জুলফিকার চৌধুরী রানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক হিরন,বিএনপি নেতা কামাল হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ফাউন্ডেশনের সদস্য নুর মোহাম্মদ প্রমূখ। এছাড়াও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেধাবী শিক্ষার্থী লিমন মিয়া বলেন, আমার বাবার সামান্য আয় দিয়ে লেখাপড়া চালানো খুব কষ্টকর হয়ে পড়েছিল। এই সহায়তা পেয়ে আমি অনেকটা স্বস্তি পেলাম। এখন পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবো।
অসহায় রোগী ইন্তেজা বিবি, বলেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছি। চিকিৎসার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলাম। আজ এই সহায়তা পেয়ে মনে হচ্ছে, কেউ আমার পাশে আছে। আরেক জন মেধাবী শিক্ষার্থী শারমিন আক্তার জানান, স্কুলের ফিস ও বই কেনার জন্য আমি দুশ্চিন্তায় ছিলাম। আব্দুল জলিল ফাউন্ডেশনের এই অনুদান আমার সেই চিন্তা দূর করেছে। আমি কৃতজ্ঞ।
প্রধান অতিথি মোঃ আব্দুল জলিল বলেন, এই সমাজে অনেক প্রতিভাবান শিক্ষার্থী আছে, যারা শুধুমাত্র অভাবের কারণে তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। আবার অনেক অসহায় রোগী আছেন, যারা চিকিৎসার অভাবে কষ্ট পান। আমি চাই, কেউ যেন শুধুমাত্র টাকার অভাবে পিছিয়ে না পড়ে। এটাই আব্দুল জলিল ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আমরা চেষ্টা করছি, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি সকল শুভাকাঙ্ক্ষী ও শুভনীয় মানুষকে আমাদের এই মহৎ উদ্যোগে পাশে থাকার আহ্বান জানাই।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
Copyright © 2024 Vatir Kantho. All rights reserved.