প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুরে পর্যটন বিকাশ ও স্থানীয় জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরনে ভাসমান বাজার স্থাপন (ফলমূল, সবজি ও নিজস্ব পণ্য উৎপাদন) ও পণ্য বাজারজাতকরণ প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগটির ফলে এলাকায় আসা পর্যটকদের আকর্ষণ বাড়বে, এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।এই ভাসমান বাজার পর্যটকদের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে সহায়তা করবে।স্থানীয় জনগন তাদের উৎপাদিত পন্য সরাসরি পর্যটকদের কাছে বিক্রি করার সুযোগ পাবে।যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় জনগনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই পর্যটন ব্যাবস্থা গড়ে উঠবে।এই ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
সকলের মতামতের ভিত্তিতে ভাসমান বাজারের স্থানগুলো হলো— গোলাবাড়ি সংলগ্ন এলাকায় নৌকাযোগে ভাসমান বাজার ও টেকেরঘাট এলাকায় নৌকাযোগে পণ্য বিক্রয় ও বাজারজাতকরণ।
নির্বাচিত পণ্যগুলো হলো স্থানীয় ফলমূল, পিঠা জাতীয় পণ্য, হস্তশিল্পের তৈরী সামগ্রী সহ আরও বিভিন্ন পণ্য। পণ্য সংগ্রহ ও বাজারজাতকরণের লক্ষে তাহিরপুর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নীচ তলায় সুপারশপ গড়ে তোলা হবে এবং এটি পণ্য সংগ্রহ ও বাজারজাত করণের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার জামায়াত আমীর রোকন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ইউপি সদস্য বাবুল মেম্বার, সাংবাদিক রোকন উদ্দিন,তাহিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান,বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রশীদ প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, টাঙ্গুয়া হাওরকে পরিবেশবান্ধব হিসাবে গড়ে তোলা, স্থানীয়ভাবে ব্যবসায়ীদের কাজে লাগানো ও আগত পর্যটকদের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest