প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫
আব্দুস সামাদ আফিন্দী,বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকেলে ৬ নং উত্তর ইউনিয়ন বিট পুলিশ এর আয়োজনে মমিনপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। থানার এসআই মাসুদ রানার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন, উত্তর ইউনিয়নের সাবেক মেম্বার আবুল হোসেন, ২ নম্বর ওয়ার্ড মেম্বার সেলিম আহমদ ও হাবিবুর রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার এস আই পঙ্কজ ঘোষ, সিদ্দিক আহমদ, আলমগীর হোসেন, এম এ ফারুক সহ উত্তর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখার জন্য সকলে মিলে কাজ করতে হবে। দেশ আমার আপনার সকলের। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে। ইভটিজিং যারা করে তারা সমাজের জন্য ক্ষতিকর। স্কুলে আসা যাওয়ার পথে কোন ধরনের ইভটিজিং সহ্য করা হবে না। বাল্য বিবাহের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কিশোর গ্যাং বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে অপকর্ম করে। আপনার সন্তানের প্রতি নজর রাখা নৈতিক দ্বায়িত্ব। আপনার সন্তান কার সাথে চলে, সন্ধ্যার পর কোথায় যায়, ভালো করে খোঁজ খবর রাখেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest