প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন বন্ধে তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম মহোদয়ের উদ্যোগে এলাকার সকল শ্রেনীপেসার মানুষকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
বুধবার বিকেল ৪ ঘটিকায় শান্তিপুর বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,তাহিরপুর উপজেলা বি এনপির আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা জামায়াত আমির রোকন উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, জামায়াত নেতা কামরুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক বি এনপি নেতা আবুল হুসেন সহ উত্তর বড়দল ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সাধারন জনগন।
উত্তর বড়দল ইউনিয়নের জনগন উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন শান্তিপুর হলো মাহরাম নদীর শাখা এখান থেকে এভাবে বালু উত্তলন করলে এক সময় ভাঠি অঞ্চলের মানুষের কৃষি বিশাল হুমকির মধ্যে পড়বে। আমরা প্রশাসনকে আস্বস্ত করে বলতে চাই এখান থেকে আর কেউ অবৈধভাবে বালু উত্তলন করতে পারবেনা। আমরা আপনাদের তথ্য দিয়ে এবং সকলেই স্ব শরীরে উপস্থিত থেকে সহযোগিতা করবো যাতে করে বালু খেকুরা বালু উত্তলন করতে না পারে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, আমরা দিন রাত ঝড় বৃষ্টি কে উপেক্ষা করে বালু উত্তলন বন্ধে কাজ করছি। আমরা ভ্রাম্মমান আদালত পরিচালনা করে তাদের সাজা দেই, কিন্তু তাদের বালু চুরিতো বন্ধ হয়না। কারন আপনারা যদি আমাদের সহযোগীতা না করেন তাহলে এগুলো বন্ধ করা কঠিন হবে। আমি সকলকে হুশিয়ার করে বলতে চাই এখান থেকে যদি আর এক চিমটি বালু উত্তলন করা হয় আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা প্রয়োজনে জায়গার মালিক এবং নৌকার মালিকদের আইনের আওতায় আনতে বাধ্য হবো।আমরা আজকে অবৈধভাবে বালু উত্তলন বন্ধে এই এলাকার সাধারণ মানুষদের নিয়ে তিনটি কমিটি করলাম তারা আমাদের তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করবে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তলন বন্ধে আমরা কাজ করছি আমরা বসে নেই, আমি সকলকে বলবো আগে ঘটনা ভালোভাবে জানবেন তারপর মন্তব্য করবেন কিংবা লিখবেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি এই নদী থেকে এক চিমটি বালু উত্তলন করলে কঠিন জবাব দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা জমির মালিক, নৌকার মালিক এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল সহযোগীকে আইনের আওতায় আনতে বাধ্য হবো।আমরা আজকে জমির মালিক নৌকার মালিক ইউপি সদস্য ও এলাকার যোবকদের নিয়ে তিনটি কমিটি করে দিলাম তারা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদান সহ সার্বিক সহযোগিতা করবে। বালু উত্তলনে যার সম্পৃক্ততা পাওয়া যাবে তাঁকেই আইনের আওতায় আনা হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest