প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
জামালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি:
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। তিনি বলেন, প্লাস্টিক দূষণ আমাদের পরিবেশ, জলজ প্রাণী ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এখনই সময় সচেতন হওয়ার এবং পরিবর্তন আনার।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জামালগঞ্জ বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য উপজেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন পরিচ্ছন্নতা উপকরণ বিতরণ করা হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
Copyright © 2024 Vatir Kantho. All rights reserved.