শাল্লা শ্রীহাইল মাদ্রাসাতে ফ্রীতে পড়াশোনা সুযোগ করে দিয়েছেন কর্তৃপক্ষ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুন ২২, ২০২৫

শাল্লা শ্রীহাইল মাদ্রাসাতে ফ্রীতে পড়াশোনা সুযোগ করে দিয়েছেন কর্তৃপক্ষ

মোঃ তারেক মিয়া,শাল্লা, সংবাদ প্রতিনিধিঃ

শাল্লা উপজেলা শ্রীহাইল গ্রামে উপস্থিত দারুল হিকমা ফজলুর রহমান চৌধুরী মাদ্রাসায় এখন থেকে সম্পূর্ণ ফ্রীতে পড়াশোনার সুযোগ পাচ্ছে উক্ত মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ । যুগের সাথে তাল মিলিয়ে শিশুদের মানসিকতা, মূল্যবোধ, নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, সামাজিক , মৌলিক শিক্ষা ইত্যাদি বিকাশের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করছে যাচ্ছেন মাদ্রাসার মুসল্লী মাহবুব সোবহানী চৌধুরী সাহেব ও পরিচালনার সদস্যগণ । এই মাদ্রাসাটি খুবই ছোট কিন্তু এর মহান কাজ সত্যিই আকাশছোঁয়া। এই মাদ্রাসাটি ২০১৭ সালে শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল। গত ৭ বছর ধরে সাহেব বাড়ির পরিবারের সদস্যরা এই মাদ্রাসার মাধ্যমে একটি শক্তিশালী নৈতিক মূল্যবোধের মাধ্যমে এলাকাকে উন্নত করার জন্য আন্তরিকভাবে শিশুদের যত্ন নিচ্ছেন। এই ধারাবাহিকতায় ২০২৫ সাল থেকে প্রতিটি শিক্ষার্থী এই মাদ্রাসায় তাদের শিক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে শিক্ষা সরঞ্জাম, বই, কলম, খাতা, কাগজপত্র, কিতাব, ধর্মীয় বই, আল-কুরআন ইত্যাদি । মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষকদের হাদিয়া এবং বোনাস ওদিয়ে দিয়ে যাচক্সহেন নিয়োমিত । এ ছাড়া, বর্ষাকালে মাদ্রাসা কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীর জন্য নৌকা পরিবহন ও ব্যবস্থা করে দিয়েছেন। যা অত্যন্ত প্রশংসনীয়। মাদ্রাসার কর্তৃপক্ষের , একমাত্র লক্ষ্য হলো মৌলিক ইসলামী শিক্ষা ও সামাজিক শিক্ষার প্রসার ঘটিয়ে শ্রীহাইল গ্রামের নৈতিক মূল্যবোধ পরিবর্তন করা, তাই এই মাদ্রাসাটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

মাদ্রাসার কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীদের জন্য শীতকালীন পোশাক, খাবারের প্যাকেট, ইফতারের ব্যবস্থা, শিক্ষার সরঞ্জাম, ব্যবস্থা নিয়মিত করা যাচ্ছেন । বর্তমানে মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংখ্যা ৯৭ জন । ভবিষ্যতে উক্ত মাদ্রাসা শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উন্নয়নের কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেছেন মাদ্রাসার পরিচালক কমিটি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ