রক্তে বাঁচবে প্রাণ—সাচনায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫

রক্তে বাঁচবে প্রাণ—সাচনায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি :
“আমার রক্তে বাঁচবে প্রাণ, সেচ্ছায় করি রক্তদান”—এই মহৎ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাঁধ বাজারে অনুষ্ঠিত হলো ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।বন্ধুমহল সাচনা বাজার সংগঠনের উদ্যোগে এবং ব্লাড ব্যাংক জামালগঞ্জ-এর আয়োজনে দি মোবাইল চ্যানেল-এর সামনে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে ৪৫৬ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের জানিয়ে দেওয়া হয়। শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তদানের উপকারিতা, ডেলিভারি রোগীর রক্তশূন্যতা রোধে করণীয়, এবং সময়মতো রক্তদাতা প্রস্তুত রাখার বিষয়ে সচেতনতা ও পরামর্শ প্রদান করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক জামালগঞ্জ-এর সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন, স্বেচ্ছাসেবী তৈয়বুর রহমান, মুস্তাক আহমেদ, শাহীদ মিয়া, এম এ রহমান, আলী এহসান জুবেল, হিমেল রহমান সহ অনেকেই।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বন্ধুমহল সাচনা বাজার সংগঠনের সভাপতি মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন এবং সদস্য মোঃ উজ্জ্বল হোসেন, আকুল দাস, একরাম, আমীর হোসেন, ইকবাল হোসেন, রতিশ প্রমুখ।জানা যায় যে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ব্লাড ব্যাংক জামালগঞ্জ মোট ১৯৪২ জনকে ফ্রি রক্তের গ্রুপ জানিয়ে দিয়েছে এবং ১৫২ ব্যাগ রক্ত সরবরাহ করেছে বিভিন্ন রোগীর জন্য। ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম চালানোর থাকবে।

শুধু স্ক্রল নয়, এবার কিছু বলো — জয়েন করো Eidok-এ!

এ সংক্রান্ত আরও সংবাদ