ছাতক উপজেলার বিভিন্ন অফিস ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫

ছাতক উপজেলার বিভিন্ন অফিস ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক

ছাতক প্রতিনিধি :  ছাতক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।বুধবার ১৮জুন সকালে তিনি ছাতক উপজেলা কার্যালয়ে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ।

তিনি জাউয়াবাজার ইউনিয়নের বিভিন্ন টিআর এবং কাবিটা কর্মসূচির প্রকল্প ও ছাতক পৌরসভার আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন; করেছেন। পরে ছাতক থানা পরিদর্শন; ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আবু নাছির সহ কর্মকর্তাবৃন্দ।

ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন কালে
জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান,ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ