প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫
সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি : বাঁধে কাজ সমাপ্ত,কোনো উপকারভোগী কৃষকের কাজের অনিয়মে অভিযোগ না থাকলে ও ১৭নং পিআইসি কমিটির শোয়েব আহমদ নামের এক সদস্য ইউএনও বরাবর জাল স্বাক্ষরে টাকা উত্তোলন করা হয়েছে বলে একটি অভিযোগ করেছেন। স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা উত্তোলন প্রসঙ্গে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে বলে ইউএনও বরাবর পাল্টা অভিযোগ করেছেন একি প্রকল্পের সভাপতি কয়েছ আহমদ পীর।
উল্লেখ ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের ১৭ নং পিআইসির টাকা উত্তোলন প্রসঙ্গে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৫ জুন রবিবার একি পিআইসির ৪নং কলামের সদস্য শোয়েব আহমদ লিখিত একটি অভিযোগে উল্লেখ করেছেন ২০২৪- ২০২৫ অর্থ বছরের পিআইসি নং ১৭ এর কমিটিতে তার নাম ব্যবহার ও সাক্ষর জাল করে প্রকল্পের ১৫ লক্ষ ৭৫ হাজার ১শত ৯২ টাকা, ৮২ পয়সা উত্তোলন করা হয়।ছাতক উপজেলার চাউলির হাওরের বিনন্দপুর কোনাপাড়া, বড়বিল, কি.মি, ০.০০০ হতে কি.মি,০.০২৮, কি.মি,০.০০০ হতে কি.মি,০.২৪০,কি.মি,০.০০০ হতে কি.মি,০৩৩৪ কি.মি,০.০০ হতে কি.মি,০.৩৫, কি. মি,০.০০ হতে কি.মি,০.১০০ কি.মি,০.০০০ হতে কি.মি,০.১৪,কি.মি,০.০০০ হতে কি.মি,০২২০, মোট ৯৭১ মিটার ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণে ও মেরামত কাজ, বরাদ্দের পরিমান (১৫,৭৫,১৯২,৮২) পনেরো লক্ষ পঁচাত্তর হাজার একশত বিরানব্বই দশমিক আট দুই টাকা মাত্র, মাটির পরিমান ৩৬০৪.৭৫ ঘনমিটার এর সদস্যের তালিকায় ৪ নং ক্রমিকে তার নাম ও স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা উত্তোলন করা হয়েছে তিনি প্রকল্পের বিষয়ে কোনো কিছু জানেন না । অপরদিকে গত ১৭ জুন মঙ্গলবার একি পিআইসির সভাপতি কয়েছ আহমদ পীর তার বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব ও মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের কারী ১৭ নং পিআইসির ৪নং সদস্য শোয়েব আহমদ তাদের বিভিন্ন কুপরামর্শ আমলে না দেয়াতে সম্পুর্ন উদ্দেশ্যে প্রনোদিত ভাবে তার উপর স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা উত্তোলন বিষয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অপর একটি অভিযোগ দিয়েছেন। ১৮ জুন বুধবার সরজমিনে ১৭ নং পিআইসি ঘুরে দেখতে গেলে এলাকার একাধিক কৃষক জানান এবারে হাওরের ধান বন্যায় কোনো ক্ষতি হয় নি সময় মতো কাজটি সম্পুর্ন করার জন্য। এবং এলাকার উপকারভোগীদের কাছ থেকে কাজ হয় নি এমন কোনো অভিযোগ পাওয়া যায় নি। প্রকল্পের সভাপতি কয়েছ আহমদ বলেন সাক্ষর জাল করা হয়েছে অভিযোগ কারী আমার ১৭ নং পিআইসির ৪ নং কলামের সদস্য অভিযোগে উল্লেখ করেছেন প্রকল্পের কোনো কাজ হয়নি অথচ গত ১৫ জানুয়ারি ২০২৫ ইউএনও মহোদয়,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিগণের উপস্থিতিতে প্রকল্পের কাজ শুরু করা হয়।
কাজ চলমান কালীন সময়ে জেলা উপজেলার উচ্চপদস্থ বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাগণ বার বার পরিদর্শন করেছেন কৃষকের কল্যাণে দ্রুত সময়ে ২৮ ফেব্রুয়ারী ২০২৫ প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়,সরকারি সার্ভেয়ার ও মাপযোগ করেন, কাজের যাবতীয় তথ্যাদি ও আমার কাছে রক্ষিত আছে। তিনি আরো বলেন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে প্রায় ৬ মাস হয়েছে এলাকার কোনো উপকারভোগী কৃষক তো অনিয়মের কোনো অভিযোগ করেন নি কমিটির সদস্য হয়ে কমিটির মিথ্যা অভিযো’গ দুঃখজনক।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest