প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট করে নিয়ে যাওয়ার পথে ৪জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রমজান আলী (৪০) ইজ্জত আলী (৪৫) আবু কালাম (৪৫) খোরশেদ আলম (২৫)। কারাদণ্ড প্রাপ্ত চারজনই নৌকার মাঝি এবং সবাই উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম।
এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
তবে অভিযানের খবর জানতে পেরে অনেক বালু লুটকারী ও চক্রের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চক্রের সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অনেকের ফসলি জমি থেকে অবাধে বালু লুট করে নিয়ে যাচ্ছে। তাই এমন অভিযান নিয়মিত না হলে শান্তিপুর নদী থেকে বালু লুট বন্ধ করা যাবেনা।তবে অনেকে প্রশ্ন তুলছেন এর পিছনে যারা বালু উত্তলন করায় তাদেরকে আইনের আওতায় আনতে পারলে হয়তো কিছুটা হলেও বালু লোট বন্ধ হতো।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম বলেন, শান্তিপুর নদী থেকে বালু লুট বন্ধে প্রশাসনের অভিযান তৎপরতা অব্যাহত থাকবে।আমরা রাত বিরাতে অভিযান পরিচালনা করি। কিন্তু স্থানীয় জনগনের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে যাতে করে অবৈধভাবে কেউ বালু উত্তলন করতে না পারে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest