দৃষ্টি ফিরে পেতে আশার আলো: জামালগঞ্জে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন

প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

দৃষ্টি ফিরে পেতে আশার আলো: জামালগঞ্জে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন

 

আব্দুস সামাদ আফিন্দী  (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার (১৭ জুন) জামালগঞ্জের দারুল হুদা হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি।
মহসিন কবিরের সঞ্চালনায় এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ, জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান টিপু এবং সমাজসেবা সংগঠন ‘দেশ-প্রবাস’-এর সভাপতি নুরুল হক,সাংবাদিক আব্দুস সামাদ আফিন্দী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, “দৃষ্টি” শীর্ষক এই কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রামের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দৃষ্টি ফিরিয়ে আনা। সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন সেবা প্রদান করা হচ্ছে, যা অনেকের জন্য এক আশীর্বাদস্বরূপ।

উল্লেখ্য, অপারেশন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে সুনামগঞ্জ জেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার জনতা চক্ষু হাসপাতালে।

ডাচ্-বাংলা ব্যাংকের এমন মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ