গোলের লড়াইয়ে চমক দেখিয়ে গজারিয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হটামারা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

গোলের লড়াইয়ে চমক দেখিয়ে গজারিয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হটামারা

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি :

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া ফুটবল মাঠে হাজারো দর্শকের উচ্ছ্বাস আর করতালির মাঝে রোববার (১৫ জুন) অনুষ্ঠিত হলো গজারিয়া সূর্য্য তোরণ স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। ফাইনাল ম্যাচে হটামারা ফুটবল টিম ১-০ গোল ব্যবধানে হারিয়ে দেয় দিরাই উপজেলার ভাটিপাড়া ফুটবল টিমকে।

খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ লড়াই চলে। প্রথমার্ধেই হটামারার একটি দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে ভাটিপাড়া একাধিক সুযোগ সৃষ্টি করলেও হটামারার রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তারা গোল শোধে ব্যর্থ হয়। নির্ধারিত সময় শেষে একমাত্র গোলেই জয় নিশ্চিত করে হটামারা টিম।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী খলিলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল কাদের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফেনারবাক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সাহাব উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন, ২ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, হাজী আব্দুল লতিফ, হাজী আছাব উদ্দিন, হারিছ উদ্দিন, আমির হাসান প্রবাল, আব্দুল মুছাব্বির ও রুজেল মিয়া প্রমুখ।

পুরস্কার বিতরণী শেষে অতিথিরা বিজয়ী হটামারা ফুটবল টিমের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন।

উল্লেখ্য, গজারিয়া সূর্য্য তোরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে স্থানীয় দর্শকদের ভিড় প্রমাণ করে ফুটবলের প্রতি তাদের ভালোবাসা এখনও অটুট।

এ সংক্রান্ত আরও সংবাদ